দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত

5 hours ago 4
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাতে দক্ষিণ আফ্রিকার ফ্রি স্টেট প্রভিন্সের ভেপেনার শহরে এ ঘটনা ঘটে।  নিহত বাংলাদেশি ব্যবসায়ী মোহাম্মদ কামরুল ইসলাম ফেনীর দাগনভূঞা উপজেলার ইয়াকুব পুর ইউনিয়নের করমুল্যাপুর গ্রামের ওজিউল্ল্যা হাফেজ বাড়ির আবদুল মান্নানের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সন্ত্রাসীরা কামরুলের দোকানে ডাকাতি করতে এসে ক্যাশ থেকে সব টাকা নিয়ে যায়। একপর্যায়ে দোকানের বাইরে থাকা গাড়িতেও হানা দেয়। পরে তাকে গুলি করে ফেলে রেখে যায়। তাৎক্ষণিক অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যায়। নিহত কামরুলের ছোট ভাই জামাল উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, আমার ভাই প্রায় ১২ বছর দক্ষিণ আফ্রিকায় থাকে। সে এখনো বিয়ে করেনি। আমরা তার বিয়ের জন্য পাত্র খুঁজতেছি। সে তার নিজের ব্যবসা ‍নিয়ে ব্যস্ত সময় পার করছিল। এরমধ্যেই বৃহস্পতিবার আমাদের এক আত্মীয়ের কাছে ফোনে খবর পেলাম ভাইকে আফ্রিকান সন্ত্রাসীরা গুলি করে হত্যা করেছে৷  কামরুলের মর্মান্তিক এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
Read Entire Article