দখল-দূষণে ধুঁকছে কালিয়ানী খাল

3 months ago 45

নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার ঐতিহ্যবাহী কালিয়ানী খাল। বর্তমানে খালটি তার অস্তিত্ব হারাতে বসেছে। পুলো খালজুড়েই অবৈধ দখলদারদের দৌরাত্ম। ময়লা-আবর্জনায় ভরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কালিয়ানী খালটি অনেক আগের। আগে খালের পানি স্বচ্ছ ছিল। দুই পাড়ের বাসিন্দারা গোসল করতেন। বর্ষাকালে খালজুড়েই ফুটে থাকতো শাপলা ফুল। একইসঙ্গে প্রচুর মাছ পাওয়া যেতো। জাল ফেললেই হরেক রকমের মাছ পাওয়া যেতো।

বর্তমানে খালটির বেহাল অবস্থা। পানিতে গোসল করাতো দূরের কথা, অস্বচ্ছ পানি শরীরের লাগলেই চর্মরোগ হওয়ার শঙ্কা। অবৈধ দখলদারদের দৌরাত্ম্যে সংকীর্ণ আকার ধারণ করেছে খাল।

দখল-দূষণে ধুঁকছে কালিয়ানী খাল

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনায়েতনগর ভূমি অফিসের মাধ্যমে ২০২০ সালে কালিয়ানী খালের দৈর্ঘ্য-প্রস্থ নিরূপণ ও দখলদারদের তালিকা তৈরি করেছিলেন তৎকালীন জেলা প্রশাসক জসিম উদ্দিন। পরপর দুই দফা ওই তালিকা যায় এসিল্যান্ড ও জেলা প্রশাসকের কার্যালয়ে। এরপরও খালটির উদ্ধার কার্যক্রম আলোর মুখ দেখেনি।

ভূমি অফিসের করা ওই তালিকা পর্যালোচনায় দেখা গেছে, ৩৪ জন দখলদারের মধ্যে ১৭ জনই গার্মেন্টস, নিটিং ও ডাইং ব্যবসায়ী।

এনায়েতনগর ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা মেম্বার রোজিনা বলেন, ‌‘খালটির গুরুত্ব অনেক। নারায়ণগঞ্জ শহরের অর্ধেক পানি এই খাল দিয়ে প্রবাহিত হয়ে বুড়িগঙ্গা নদীতে পড়ে। কিন্তু খালটি বিভিন্নভাবে দখল করে রাখা হয়েছে।’

দখল-দূষণে ধুঁকছে কালিয়ানী খাল

একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘কালিয়ানী একটি ঐতিহ্যবাহি খাল। এই খাল দিয়ে একসময় ট্রলার ও বড় বড় পালতোলা নৌকা চলাচল করতো। তখন বৃষ্টি যতই হতো, খালের মাধ্যমে পানি চলে যেত নদীতে। তাই জলাবদ্ধতা হতো না। কিন্তু প্রভাবশালী ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষেরাও একটু একটু করে খালটি দখল করে এর পানি প্রবাহ নষ্ট করে দিয়েছে। প্রতিষ্ঠানের বর্জ্যের কারণে খালটি ভরাট হয়ে আছে।’

তিনি জানান, ব্যবসায়ীরা তাদের সুবিধামতো বিভিন্ন স্থানে কালভার্ট তৈরি করায় খালটি সংকীর্ণ হয়ে গেছে। এতে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। ফলে বিসিক ও মাসদাইরসহ আশপাশের এলাকায় স্থায়ী জলাবদ্ধতা দেখা দিচ্ছে।

দখল-দূষণে ধুঁকছে কালিয়ানী খাল

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আমরা এরইমধ্যে পাঁচটি খাল খননের উদ্যোগ নিয়েছি। এরমধ্যে কালিয়ানী খালও রয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই কাজ শুরু হবে।

মোবাশ্বির শ্রাবণ/এসআর/জেআইএম

Read Entire Article