দম্পতি পরিচয়ে হোটেলে রাত্রিযাপন, সকালে মরদেহ মিললো নারীর

1 month ago 17

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় রংধনু আবাসিক হোটেল থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় মানিকগঞ্জ সদর থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

এর আগে, রোববার (২৪ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রাত্রিযাপন করতে ওঠেন ওই নারী।

রংধনু আবাসিক হোটেলের ম্যানেজার মো. ওয়াসিম বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘সকাল ৯টায় পরিষ্কার করার জন্য ওই রুমে গেলে দরজা ভেতর থেকে চাপানো পাওয়া যায়। পরে মালিকপক্ষকে বিষয়টি অবগত করলে দুপুর সাড়ে ১২টায় দরজা খুলে নারীর মরদেহ দেখতে পাই। সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।’

তবে নিহত নারীর পরিচয় জানাতে পারেননি হোটেল ম্যানেজার। হোটেলের রেজিস্টারে স্বামী পরিচয়ে আসা ব্যক্তি রুবেল হোসেন নামে নাম এন্ট্রি করেছেন বলে জানান তিনি।

রেজিস্টারের তথ্যমতে, রুবেলের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলার মত্ত এলাকায়। তবে তাদের কাছ থেকে রাখা হয়নি জাতীয় পরিচয়পত্র ও নিকাহনামার ফটোকপি।

ঘটনাস্থল পরিদর্শন করে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। সিসি ফুটেজ পর্যালোচনা করে স্বামী পরিচয় দেওয়া রুবেলকে খোঁজার চেষ্টা চলছে।

এসআর/এএসএম

Read Entire Article