দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা, চালক নিহত

5 hours ago 4

রাজধানী যাত্রাবাড়ীর ডেমরা এলাকায় দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের পেছনে অন্য কাভার্ড ভ্যানের ধাক্কায় হৃদয় (৩০) নামে এক চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

ডেমরা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শীতল কুমার জানান, সকালের দিকে ডেমরা সড়কের ডা. মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে রশীদ ট্রান্সপোর্টের দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানে আজিজ ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান পিছন থেকে ধাক্কা দেয়। এসময় কাভার্ডভ্যানের চালক হৃদয়সহ ৪জন গুরুতর আহত হন।

আহত অন্য ৩ জন হলেন, আজিজ ট্রান্সপোর্টের কাভার্ডভ্যান চালক নাজমুল, তার হেলপার শারফিন ও আরেক হেলপার বাবু। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন। আহত ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি আরও জানান, নিহত হৃদয়ের নাম ছাড়া বিস্তারিত কিছু জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

কাজী আল-আমিন/এসআইটি/এএসএম

Read Entire Article