দলীয় কর্মকাণ্ডে হতাশ হয়ে পদত্যাগ করেছেন শরীয়তপুরের সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মনোয়ার হোসেন বাবু বকাউল।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি বরাবর লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন তিনি। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি তার প্রোফাইলে পদত্যাগপত্রটি পোস্ট করেন।
দলীয় সূত্র জানায়, মনোয়ার হোসেন বাবু বকাউল দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। তিনি বর্তমানে সখিপুর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চরভাগা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, আমি মো. মনোয়ার হোসেন বাবু বকাউল, যুগ্ম আহ্বায়ক সখিপুর থানা বিএনপি। দীর্ঘদিন ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সঙ্গে যুক্ত ছিলাম এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছি। তবে ব্যক্তিগত এবং আদর্শগত কারণে আমি এখন থেকে দলীয় সব পদ ও দায়িত্ব থেকে পদত্যাগ করছি।
পদত্যাগের বিষয়ে বিএনপি নেতা বাবু বকাউল বলেন, আমি শুরু থেকেই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম এবং দলের নানা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশ নিয়েছি। কিন্তু সাম্প্রতিক সময়ের কিছু নেতিবাচক কর্মকাণ্ডে আমি হতাশ হয়েছি। যাইহোক দলের অভ্যন্তরীণ বিষয় নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমি পদত্যাগ করছি এটাই ফাইনাল।
এ বিষয়ে শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণ বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম তিনি পদত্যাগ করছেন। অফিসিয়ালি এখনো পদত্যাগপত্র হাতে পাইনি। হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বিধান মজুমদার অনি/এনএইচআর/জেআইএম