দলীয় ৫০ রানের আগেই ৫ উইকেট হারাল উইন্ডিজ

2 weeks ago 15

বাংলাদেশের দেওয়া ১৯০ রানের টাগের্টে ব্যাটি করতে এসছে দিত্বীয় বলেই উইকেট হারান উইন্ডিজ। ইনিংসের প্রথম ওভারেই বাংলাদেশকে এ ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। মজার ব্যাপর হলো সিরিজের সবগুলো ম্যাচেই তাসকিনের শিকার হয়েছেন কিং।

তবে প্রথম ওভার শেষ না হতেই হানা দেয় বৃষ্টি। মিনিট কয়েকের বিরতির পর আবার খেলা শুরু হয়। বিরতির পর এবার স্পিন আক্রমণে যায় বাংলাদেশ। এবারও উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। এ ইনিংসের নিজের প্রথম ওভার করতে এসেই উইকেটের দেখা পান শেখ মেহেদি। এই ডানহাতি অফ স্পিনারকে লং অন দিয়ে ছক্কা মারতে গিয়ে বদলি ফিল্ডার আফিফ হোসেনের হাতে ধরা পড়েন জাস্টিন গ্রিভস। 

স্কোর বোর্ডে ৭ রান তুলতেই ২ উইকেট হারায় উইন্ডিজ।

এরপর  জুটি গড়ার চেষ্টা করেন নিকোলাস পুরাণ ও জনসন চার্লস। তবে এ জুটিকে বেশিক্ষন মাঠে টিকতে দেয়নি শেখ মেহেদি। অফ স্টাম্পের বাইরে থেকে নিচু হয়ে ভেতরে ঢোকা বলে লাইন মিস করে বোল্ড হয়েছেন পুরাণ। ১০ বলে ১৫ রান করে ফেরে পুরাণ।

পাঁচে নেমে ডাক খেয়েছেন রোস্টন চেইস। চার বল খেলে রানের খাতা খোলার আগেই মেহেদির হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২৩ রান। তাতে দলীয় ফিফটির আগেই ৫ উইকেট হারায় উইন্ডিজ।

১১ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ৮২ রান। ইনিংস জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ৪৮ বলে ১০৮ রান।

Read Entire Article