গাইবান্ধার ফুলছড়িতে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বিষা শেখ (৭৫) নামে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়ন থেকে তাকে আটক করা হয়। এর আগে দুপুর ২টার দিকে ওই ইউনিয়নের ভুট্টাক্ষেতে শিশুটিকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ করে বিষা শেখ।
ফুলছড়ি থানার ওসি খন্দকার হাফিজুর রহমান বলেন, শিশুটি মাদ্রাসাশিক্ষার্থী। দুপুরে কৌশলে ভুট্টাক্ষেতে ডেকে নিয়ে ধর্ষণ করে বিষা শেখ। পরে ভুক্তভোগীর পরিবার পুলিশকে খবর দেয়। খবর পেয়ে অভিযান চালিয়ে বিষা শেখকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। ভুক্তভোগীর পরিবারকে মামলা করতে বলা হয়েছে। শিশুটি বর্তমানে তার মা-বাবাসহ থানায় পুলিশ হেফাজতে আছে। মঙ্গলবার সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে। একইসঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
শিশু ধর্ষণের খবর পেয়ে থানায় যান ফুলছড়ি উপজেলা সমাজসেবা অফিসার মো. মোনোয়ার হোসেন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। তারা জানান, ধর্ষণের ঘটনাটি দুঃখজনক। বিষয়টি তদন্ত করছে পুলিশ। একইসঙ্গে আমরা ভিকটিমের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা করবো।