দাঁড়িয়ে থাকা দুই অটোরিকশার ওপর উঠে গেলো বাস, প্রাণ গেলো একজনের

1 day ago 8

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দাঁড়িয়ে থাকা দুই সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয় বাস, এতে অজ্ঞাত (৪২) এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার (৩১ মার্চ) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর হোটেল রাজমণির সামনে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছেন।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান জানান, হোটেল রাজমণির সামনে আশুগঞ্জ অভিমুখী দুটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী সোহাগ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুটি সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজি দুটি দুমড়ে মুচড়ে গিয়ে ৬ জন যাত্রী আহত হন। এরমধ্যে গুরুতর আহত তিনজনকে ঢাকায় ও একজনকে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে পাঠানোর পর আহত এক যাত্রী মারা যান। তবে তার নাম-পরিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, ঢাকায় পাঠানো তিনজনের অবস্থাও আশঙ্কাজনক। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এফএ/জেআইএম

Read Entire Article