দাবি আদায় না করে জবিয়ানরা ঘরে ফিরবে না: শিবির সভাপতি

3 months ago 14

ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা বারবার হয়রানির শিকার হচ্ছেন। জবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারীরা আন্দোলনের ফসল নিয়েই ঘরে যাবে ইনশা আল্লাহ। দাবি আদায় না করে কেউ ফিরবো না।

বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাকরাইল মসজিদ ক্রসিং মোড়ে অবস্থানরত শিক্ষক-শিক্ষার্থীর কাছে থেকে এই কথা বলেন সাবেক এই জবি শিক্ষার্থী।

শিবির সভাপতি বলেন, আমি মনে করি জবি শিক্ষার্থীদের চলমান দীর্ঘদিনের আন্দোলনের পুল স্টপ হওয়া উচিত। আমি সাবেক জবি শিক্ষার্থী হিসেবে আপনাদের সঙ্গে আছি এবং পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি।

জাহিদুল ইসলাম বলেন, ২৪ এর জুলাই আন্দোলনে জগন্নাথের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশ নিয়ে জীবন দিয়েছেন। কিন্তু তারা বারবার ভোগান্তির স্বীকার। পুরান ঢাকার ভাড়া মেসে থাকতে গিয়ে বাড়িওয়ালাদের কাছে তারা কী পরিমাণ নিগৃহীত ও হয়রানির স্বীকার হয় তা ভাষায় প্রকাশ করার মতো না। জবি শিক্ষার্থীরা ন্যায্য দাবিতে আন্দোলন করছেন। তাদের সব দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা সমর্থন দিয়েছেন।

শিবির সভাপতি আরও বলেন, একজন সাবেক জবিয়ান হিসেবে বিভিন্ন আন্দোলনে আমি নিজেও অংশগ্রহণ করেছি। কিন্তু এভাবে ফ্যাসিস্টরাও শিক্ষার্থীদের ওপর হামলা করার সাহস পায়নি। এই ধরনের আচরণে ফ্যাসিস্টের ইন্ধন আছে কি না সন্দেহ হচ্ছে।

আরএএস/এমআইএইচএস/জেআইএম

Read Entire Article