দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীর

10 hours ago 11

রাজধানীর বিজয় স্মরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি বাতিলের আদেশ প্রত্যাহারের দাবিতে টানা এক মাস ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। 

রোববার (০৭ সেপ্টেম্বর) পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রেস ক্লাবের সামনে থেকে ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে রওনা হন আন্দোলনকারীরা। তবে অল্প কিছুদূর অগ্রসর হলে পুলিশ তাদের বাধা দেয়। পরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিমের নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন। সচিব পূর্বের ন্যায় এবারও বিষয়টির সমাধানের আশ্বাস দেন বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

সচিবের সঙ্গে মিটিং শেষে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা কাফনের কাপড় পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। এ সময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ শত শত বস্তিবাসী উপস্থিত ছিলেন। 

কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়ে আব্দুর রহিম বলেন, আমরা দুটি দাবিতে টানা এক মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু সরকার কোনো সমাধান করছে না। ভূমি উপদেষ্টার বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে পুলিশ আমাদের বাধা দিয়েছে। সিনিয়র সচিবের সঙ্গে আমাদের মিটিং হয়েছে। তিনি আগের মতোই বলেছেন, সময় লাগবে। যখনই আমরা আন্দোলন করি, তখনই তিনি আমাদের ডেকে বলেন-সময় লাগবে, সমাধান করে দেবো। কিন্তু বাস্তবে কোনো কাজ হচ্ছে না। এ সময় দাবি বাস্তবায়নের ক্ষেত্রে বিএনপির কেউ কেউ প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও অভিযোগ করেন আব্দুর রহিম।

তিনি বলেন, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের কোনো ক্ষতি হলে এর সকল দায় সরকারকেই নিতে হবে। অবিলম্বে আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। 

Read Entire Article