দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা বহাল তবিয়তে, বদলি ওমরায় থাকা ডিসি

2 days ago 11

সচিবালয়ে ভয়াবহ আগুনের ঘটনার পর সরিয়ে দেওয়া হয়েছে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে আদেশ জারি করা হয়েছে।

জানা গেছে, অগ্নিকাণ্ডের আগে থেকেই তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, ডিসি তানভীর আহমেদ ১৫ দিনের ছুটি নিয়ে স্ত্রী-সন্তানসহ সৌদি আরবে অবস্থান করছেন। গত ২২ ডিসেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন তিনি। আগামী ৪ জানুয়ারি তার দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা।

তানভীর আহমেদের ছুটির সময়ে সচিবালয়ের নিরাপত্তার পুরো দায়িত্ব ছিল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু সাঈদের ওপর। অথচ এডিসি আবু সাঈদ এবং সহকারী পুলিশ কমিশনাররা এখনো বহাল তবিয়তে রয়েছেন।

রোববার (২৯ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সই করা অফিস আদেশ জারির মাধ্যমে ডিসি এম তানভীর আহমেদকে বদলি করা হয়।

ওই আদেশে উপ-পুলিশ কমিশনার (সচিবালয়-নিরাপত্তা বিভাগ) হিসেবে পদায়ন করা হয়েছে পিওএম-দক্ষিণ বিভাগের ডিসি মোহাম্মদ বিল্লাল হোসেনকে।

সচিবালয়ে অগ্নিকাণ্ডের রাতে ৩টা ১৫ মিনিটের দিকে আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোয়ানুর জামান নয়ন নামের এক ফায়ার ফাইটার নিহত হন। আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে ফায়ার ফাইটার নয়নের মৃত্যুর অভিযোগ ওঠে। সচিবালয়ে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে।

jagonews24.com

গত বুধবার (২৫ ডিসেম্বর) দিনগত রাত ২টার কিছু আগে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৯ ইউনিটের চেষ্টায় ১০ ঘণ্টায় আগুন নেভানো সম্ভব হয়।

ফায়ার সার্ভিস বলছে, ভবনের ৬, ৭, ৮ ও ৯ তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে।

ওই ভবনেই অর্থ মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে।

এ ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে আহ্বায়ক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালককে সদস্য সচিব করে বৃহস্পতিবার রাতে আট সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অপর সদস্যরা হলেন- আইজিপি, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক তানভীর মনজুর, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান।

টিটি/কেএসআর

Read Entire Article