দায়ের কোপে যুবলীগ নেতার হাতের কবজি বিচ্ছিন্ন

8 hours ago 3
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বড় ভাইয়ের দায়ের কোপে এক যুবলীগ নেতার হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ঘটনায় অভিযুক্ত ওই বড় ভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।  বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে জুড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে।  হাতের কবজি আলাদা হওয়া ভুক্তভোগী যুবলীগ নেতার নাম সামস উদ্দিন (৩৭)। অভিযুক্ত তার ভাইয়ের নাম শাহাব উদ্দিন। তারা উভয়ই উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া এলাকার বাসিন্দা আছার উদ্দিনের ছেলে। জানা যায়, বাড়ির জায়গায় সামস উদ্দিন ড্রেন নিষ্কাশনের করতে গেলে বড় ভাই শাহাব উদ্দিন বাধা দেন। এতে তাদের দুই ভাইয়ের বাধা-বিপত্তিতে মারামারি লেগে যায়। একপর্যায়ে বড় ভাইয়ের দায়ের কোপে তার ছোট ভাই যুবলীগ নেতা সামস উদ্দিনের হাতের কবজি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আহত যুবলীগ নেতা শামস উদ্দিনকে তৎক্ষণাৎ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে জুড়ী থানার ওসি মো. মুরশেদুল আলম ভূইয়া কালবেলাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে থানা হেফাজতে রাখা হয়েছে।
Read Entire Article