দিনেদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী হানিফ আলীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে।  আহত কুলসুম বেগম শহরের নদীপাড়ার জবেদ আলীর মেয়ে। তার আশা খাতুন (৭) ও হালিমা (২) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। আটক হানিফ আলী (৪০) শহরের আড়পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। কুলসুম মানুষের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতে তার সাবেক স্বামী। উপায় না পেয়ে হানিফ আলীকে ডিভোর্স দেয় কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন কুলসুম। মঙ্গলবার দুপুরে কুলসুমের ভাড়াবাড়িতে এসে ধারালো ক্ষুর দিয়ে তার গলা কেটে হত্যাচেষ্টা করে হানিফ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অভিযুক্ত হানিফ আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি

দিনেদুপুরে গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টা

ঝিনাইদহের কালীগঞ্জে কুলসুম বেগম নামের এক গৃহবধূকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামী হানিফ আলীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টার দিকে শহরের আড়পাড়া এলাকার নদীপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহত কুলসুম বেগম শহরের নদীপাড়ার জবেদ আলীর মেয়ে। তার আশা খাতুন (৭) ও হালিমা (২) নামে দুটি কন্যা সন্তান রয়েছে। আটক হানিফ আলী (৪০) শহরের আড়পাড়ার মৃত মসলেম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, নেশাগ্রস্ত হওয়ায় গত দুই সপ্তাহ আগে হানিফ আলীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় কুলসুমের। কুলসুম মানুষের বাড়িতে কাজ করে। সেখান থেকে যা আয় করে সেটি দিয়েই সংসার চালায়। নেশার টাকা না পেয়ে প্রায়ই কুলসুমকে মারধর করতে তার সাবেক স্বামী। উপায় না পেয়ে হানিফ আলীকে ডিভোর্স দেয় কুলসুম। দুই মেয়েকে নিয়ে আড়পাড়ার নদীপাড়া এলাকায় ভাড়াবাড়িতে বসবাস করেন কুলসুম। মঙ্গলবার দুপুরে কুলসুমের ভাড়াবাড়িতে এসে ধারালো ক্ষুর দিয়ে তার গলা কেটে হত্যাচেষ্টা করে হানিফ। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অভিযুক্ত হানিফ আলীকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেয়।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক খালিদ হাসান বলেন, কুলসুমের গলার মাংসের উপরিভাগ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে যশোরে রেফার্ড করা হয়েছে।

কালীগঞ্জ থানার ওসি মো. জেল্লাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে অভিযুক্ত হানিফ আলীকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সন্ধ‍্যায় আহতের ভাই বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow