দিল্লি হাইকোর্টের রায়ে মোদীর বিএ পাস নিয়ে সন্দেহ আরও বাড়লো

4 days ago 8

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আদৌ কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (বিএ) ডিগ্রি অর্জন করেছিলেন কি না, তা নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান আর ঘটলো না। দিল্লি হাইকোর্ট সোমবার (২৫ আগস্ট) দেওয়া এক রায়ে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর ডিগ্রি প্রকাশে দিল্লি বিশ্ববিদ্যালয় বাধ্য নয়। একই সঙ্গে বিজেপি নেত্রী ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানির দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল প্রকাশেও বাধ্য নয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিচারপতি সচিন দত্ত রায়ে মন্তব্য করেন, শিক্ষাগত যোগ্যতা ‘ব্যক্তিগত তথ্যের আওতাভুক্ত’, তাই তা প্রকাশ করা বাধ্যতামূলক নয়। তথ্য অধিকার আইনের (আরটিআই) অধীনে এ ধরনের দাবি ‘জনস্বার্থ’ হিসেবে গণ্য হয় না।

মোদীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে বিতর্ক নতুন নয়। গত ১১ বছর ধরে বিভিন্ন সময়ে প্রশ্ন উঠেছে, একাধিক মামলাও হয়েছে। কৈশোরে বাড়ি ছাড়ার কারণে পড়াশোনা শেষ করতে পারেননি বলে একসময় নিজেই দাবি করেছিলেন মোদী। অথচ প্রধানমন্ত্রী হওয়ার পর হঠাৎ করেই প্রকাশিত হয় যে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সরকারের পক্ষ থেকে দুটি ডিগ্রির অনুলিপিও প্রকাশ করা হয়। তখন থেকেই শুরু হয় এই বিতর্ক।

নির্বাচনী হলফনামায় মোদী উল্লেখ করেছিলেন যে তিনি ১৯৭৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত ছাত্র হিসেবে ‘এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে’ স্নাতক পাস করেছিলেন। অথচ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এমন কোনো বিষয় কখনোই ছিল না। সেই সময় হাতে লেখা প্রশংসাপত্র দেওয়া হলেও তাঁর প্রদর্শিত সনদটি ছিল ছাপানো, যেখানে ব্যবহার করা ফন্ট তৈরি হয়েছিল ১৯৯২ সালে। একইভাবে ১৯৮৩ সালে গুজরাট বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে এমএ পাস করেছিলেন বলে দাবি করেন তিনি, যা নিয়েও সংশয় রয়ে যায়।

স্মৃতি ইরানির স্কুল পরীক্ষার ফল নিয়েও একসময় বিতর্ক তৈরি হয়। তথ্য জানার অধিকার আইনের আওতায় আবেদন করে অনেকেই তাঁর ফল প্রকাশের দাবি করেছিলেন। কেন্দ্রীয় তথ্য কমিশন দিল্লি বিশ্ববিদ্যালয় ও গুজরাট বিশ্ববিদ্যালয়কে মোদির ডিগ্রি এবং সিবিএসইকে ইরানির ফল প্রকাশের নির্দেশ দিয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা মানতে অস্বীকার করে, ফলে একাধিক মামলা হয়।

দিল্লি বিশ্ববিদ্যালয়ের হয়ে আদালতে সওয়াল করেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য, তথ্য কমিশনের নির্দেশ মানা হলে হাজার হাজার শিক্ষার্থীর গোপনীয়তা ক্ষুণ্ন হবে। বিশ্ববিদ্যালয়ের কাছে নথি থাকলেও তা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার হতে পারে, যা গ্রহণযোগ্য নয়।

এর আগে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও মোদির ডিগ্রি প্রকাশের দাবি তুলেছিলেন। কেন্দ্রীয় তথ্য কমিশন গুজরাট বিশ্ববিদ্যালয়কে তা প্রকাশের নির্দেশ দিলেও বিশ্ববিদ্যালয় মানতে অস্বীকার করে। পরে কেজরিওয়াল গুজরাট হাইকোর্টে মামলা করেন। কিন্তু আদালত বিশ্ববিদ্যালয়ের যুক্তি মেনে নেয় এবং কেজরিওয়ালকে মামলার জন্য ২৫ হাজার রুপি জরিমানা করে।

ফলত, এক দশকের বেশি সময় ধরে আলোচিত মোদি ও স্মৃতি ইরানির শিক্ষাগত যোগ্যতার প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেল। আদালতের সর্বশেষ রায়ে বিষয়টি আরও বেশি রহস্যাবৃত হয়ে উঠল।

সূত্র: দ্য হিন্দু

এসএএইচ

Read Entire Article