দিল্লির সব স্কুলে অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের শনাক্তকরণের নির্দেশ

1 month ago 18

দিল্লির পৌর করপোরেশন (এমসিডি) ‘অবৈধ বাংলাদেশি শিক্ষার্থীদের’ শনাক্ত করতে এবং তাদের জন্মসনদ ইস্যু না করার জন্য দিল্লির সব স্কুলকে নির্দেশ দিয়েছে। 

এ আদেশ বিধানসভা নির্বাচনের আগে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি (আপ) ও ভারতীয় জাতীয় পার্টির (বিজেপি) মধ্যে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এ খবরটি নিশ্চিত করেছে। 

দিল্লির লেফটেন্যান্ট গভর্নর সেক্রেটারিয়েটের আদেশের পর এমসিডির এই নির্দেশনা এসেছে। নির্দেশনায় বলা হয়েছে, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করার পাশাপাশি দিল্লির কোনো কোনো এলাকায় অবৈধ দখলকারীদের জায়গা খালি করার ব্যবস্থা নিতে হবে।

এমসিডির ডেপুটি কমিশনার জানায়, ৩১ ডিসেম্বরের মধ্যে বিষয়টি নিয়ে প্রতিবেদন জমা দিতে হবে। স্কুলে শিক্ষার্থীদের ভর্তির সময় এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা বিভাগের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।

এ নির্দেশনার প্রতিক্রিয়ায় আম আদমি পার্টি ও বিজেপির মধ্যে তর্কবিতর্ক চলছে। আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং অভিযোগ করেছেন, এমসিডির এই আদেশ পূর্বাঞ্চলীয় সম্প্রদায়কে অপমানিত করার চেষ্টা করছে। বিজেপি নেতা জেপি নাড্ডা পূর্বাঞ্চলীয়দের বাংলাদেশি ও রোহিঙ্গা অভিবাসী হিসেবে অভিহিত করেছেন।

এছাড়া, সঞ্জয় সিং দাবি করেছেন, বিজেপি নেতারা জানেন কোথায় অবৈধ রোহিঙ্গা ও বাংলাদেশি অভিবাসীরা বাস করছেন এবং তারা বিশেষ করে বাকরওয়ালা অঞ্চলে অবস্থান করছেন।

Read Entire Article