বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন নওগাঁয় আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে রাকি হোসাইন রকি (২৪) নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নওগাঁ সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটির সদস্য।
বুধবার (২২ জানুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার রাতে শহরের দয়ালের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ছাত্রলীগ নেতা রাকি হোসাইন রকি নওগাঁ শহরের মুন্সিপাড়া এলাকার বাবু হুসাইনের ছেলে।
পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নওগাঁয় স্কুল কলেজের ছাত্রছাত্রীদের আন্দোলন দমনের জন্য লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করে রাকি হোসাইন রকি। এরপর ৫ আগস্টের পর থেকেই আত্মগোপনে চলে যান তিনি। এদিকে তার বড় ভাই রিয়াদুস সালেহীন সমন্বয়ক পরিচয় দিয়ে ভাইয়ের গ্রেপ্তার এড়াতে সাহায্য করে যাচ্ছিলেন বলে অভিযোগ করেন একাধিক ছাত্র আন্দোলনের শিক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থী ফজলে রাব্বি জানান, গ্রেপ্তার রাকি হোসাইন রকির ভাই রিয়াদুস সালেহীন ৫ আগস্টের পর থেকে নিজেকে সমন্বয়ক পরিচয় দিয়ে বেড়াতেন। পাশপাশি স্কুলের শিক্ষক পদত্যাগ করানো ও টাকার বিনিময়ে পুনর্বহাল, এক পক্ষের জমি অন্য পক্ষকে নিয়ে দেওয়া, খাস জমি ও পুকুর নিজে লিজ নেওয়া, মাঠ সংস্কারের টেন্ডার নেওয়াসহ বিভিন্ন তদবির করে বিতর্কিত কর্মকাণ্ড চালাতেন। তার বড় ভাই নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য হওয়ায় তাকে সেল্টার দিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে সাহায্য করেন তিনি।
তিনি জানান, ব্যক্তি অপরাধের দায়ভার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো শিক্ষার্থী নিবে না।
বৃহস্পতিবার বিকেলে সকল অভিযোগের বিষয়ে জানার জন্য নওগাঁয় সমন্বয়ক পরিচয় দানকারী রিয়াদুস সালেহীনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
নওগাঁ সদর মডেল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, গ্রেপ্তার রাকি হোসাইন রকি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে লাঠিয়াল বাহিনী হিসেবে কাজ করার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।