জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষার্থী জোবায়েদ হত্যার ঘটনায় পুরো জগন্নাথ বিশ্ববিদ্যালয় শোকাহত। পবিত্র দীপাবলির দিনে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও প্রার্থনাসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।
সোমবার (২০ অক্টোবর) দীপাবলির দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রার্থনার মাধ্যমে জোবায়েদের আত্মার শান্তি কামনা করে মোমবাতি প্রজ্বলন করা হয় এবং মোমবাতি হাতে বিশ্ববিদ্যালয়ে মৌন পদযাত্রা করেন। এ সময় উপস্থিত ছিল বিশ্ববিদ্যালয়ের প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন সনাতনী মানবাধিকার সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদকরা। এ কর্মসূচির মাধ্যমে সাধারণ সনাতনী শিক্ষার্থীরা জোবায়েদের স্মরণে শোকের বার্তা ছড়িয়ে দিতে চেয়েছে।
এ সময় বক্তব্য রাখেন রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় ও সনাতন বিদ্যার্থী সংসদের সাবেক নেতাকর্মী। রিপোর্টাস ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় বলেন, জোবায়েদের মৃত্যুতে আমরা মর্মাহত এবং শোকাহত। মৌন পদযাত্রার মাধ্যমে আমরা সব জবিয়ানদের কাছে শোক বার্তা পৌঁছে দিয়েছি।
হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, আমরা প্রদীপ প্রজ্বলের মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করবো এবং জোবায়েদের আত্মার শান্তি কামনা করি।
উপস্থিত বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের শিক্ষার্থীরা তাদের বক্তব্যে সহপাঠী জোবায়েদের সঙ্গে স্মৃতিবিজড়িত ঘটনা তুলে ধরেন।
উল্লেখ্য, রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন।

3 hours ago
6









English (US) ·