সারাদেশে মুক্তিযুদ্ধের বধ্যভূমির তালিকায় শ্রীমঙ্গলেও রয়েছে বেশ ক’টি বধ্যভূমি! স্বাধীনতার পর শ্রীমঙ্গলে ৬টি বধ্যভূমি চিহ্নিত করা হয়। এরমধ্যে রয়েছে, সিন্দুরখাঁন, ওয়াপদা গেষ্ট হাউজ মাঠ, সবুজবাগ, পূর্বাশা, ভাড়াউড়া চা বাগান ও সাধু বাবার বটগাছ তলা বধ্যভূমি। দীর্ঘদিন অরক্ষিত ছিল সিন্দুরখান চা-বাগানের মাঝে বধ্যভূমিটি। এখানে গড়ে উঠেনি কোন স্মৃতিস্তম্ভ। এলাকাবাসী জানান, যুদ্ধের সময়ে শত শত নিরীহ মানুষদের […]
The post দীর্ঘদিন অরক্ষিত ছিল শ্রীমঙ্গল চা-বাগানের বধ্যভূমিটি appeared first on চ্যানেল আই অনলাইন.