দু-একটা ছোটখাটো বিষয়ে অভিযোগ ও কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে ভোটের পরিবেশ ভালো বলে মন্তব্য করেছে ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) নির্বাচন পর্যবেক্ষক টিম।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইউনিভার্সিটি টিচার্স লিংকের (ইউটিএল) প্রতিনিধি দল।
তারা বলেন, সবাই অত্যন্ত ধৈর্যসহকারে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে; এটা খুবই আশাব্যঞ্জক। সবার অংশগ্রহণ এই নির্বাচনকে অনেক দিন স্মরণীয় করে রাখবে।
তারা আরও বলেন, কিছু কিছু জায়গায় নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে ঢুকে যাচ্ছে অনেকে। প্রক্টরিয়াল টিম কয়েকজনকে বের করেও দিচ্ছে। কিছু ক্ষেত্রে পর্যবেক্ষক কার্ডের অপব্যবহার হচ্ছে। তবে সবকিছু ছাপিয়ে নির্বাচনকে সুষ্ঠু ও উৎসবমুখর বলছেন শিক্ষকরা।
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রসঙ্গে ইউটিএল প্রতিনিধিরা বলেন, দু-একটা ক্ষেত্রে কিছু ব্যত্যয় পাওয়া গেছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিকতা রয়েছে। তবে আচরণবিধি লঙ্ঘন বিষয়ে শিক্ষার্থীদের কিছু বোঝার ভুল রয়েছে। যারা প্রার্থী তারা কেন্দ্রে ঢুকতে পারবে। আর ১০০ মিটারের বাইরে ভোটার স্লিপ দিতে পারবে। ১০০ মিটারের ভেতরে হলে তা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। তবে সবকিছু মিলিয়ে সুন্দর নির্বাচন হয়েছে।