দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা তুঙ্গে

4 hours ago 7
দুই কোরিয়ার সীমান্তে উত্তেজনা নতুন করে বেড়েছে। উত্তর কোরিয়া অভিযোগ করেছে, দক্ষিণ কোরিয়ার সেনারা তাদের সেনাদের দিকে মেশিনগান থেকে ১০টির বেশি সতর্কীকরণ গুলি চালিয়েছে। পিয়ংইয়ংয়ের দাবি, এটি ‘ইচ্ছাকৃত উস্কানি’ এবং এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। গত মঙ্গলবার এই ঘটনা ঘটে। উত্তর কোরীয় সেনারা সীমান্ত এলাকায় কাজ করার সময় দক্ষিণ কোরিয়া গুলি চালায় বলে অভিযোগ। তবে সিউল বলছে, উত্তর কোরীয় সেনারা সীমান্ত অতিক্রম করেছিল, তাই সতর্কীকরণ গুলি ছোড়া হয়েছে। উত্তর কোরিয়ার লেফটেন্যান্ট জেনারেল কো জং রাষ্ট্রীয় গণমাধ্যমে বলেন, ‘এটি গুরুতর উস্কানি। সীমান্তে বিপুলসংখ্যক সেনা মুখোমুখি অবস্থায় থাকায় পরিস্থিতি যেকোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে।’ এদিকে দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিউং জাপান ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তিনি উত্তেজনা কমানোর চেষ্টা করছেন, যদিও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন বারবার সেই প্রচেষ্টা প্রত্যাখ্যান করেছেন। কো জং হুঁশিয়ারি দিয়ে বলেন, সীমান্তে বেষ্টনি তোলায় কোনো বাধা এলে উত্তর কোরিয়া পাল্টা ব্যবস্থা নেবে। ভবিষ্যতে আগাম সতর্কবার্তা উপেক্ষিত হলে গুরুতর পরিণতির দায়ও উত্তর কোরিয়া নেবে না। উল্লেখ্য, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মাঝের বেসামরিক এলাকা বা ‘নো-ম্যান্স ল্যান্ড’-এ প্রায়ই উত্তেজনা দেখা দেয়। ওই এলাকায় গাছপালা ও ঝোপঝাড়ের কারণে সীমানা স্পষ্টভাবে চিহ্নিত করা কঠিন।
Read Entire Article