দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

23 hours ago 4
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), হল ও হোস্টেল সংসদ নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে বিশেষ চেকপোস্ট বসিয়েছে প্রশাসন। এ সময় দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটকে দেওয়া হয়েছে। তারা শিক্ষার্থী পরিচয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেছিল।  মঙ্গলবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশমুখ কাটাপাহাড় এলাকায় সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত তাদের আটকে দেওয়া হয়।  গেটে নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্টরা জানান, নির্বাচনের শুরু থেকে বিশ্ববিদ্যালয়ের ভুয়া পরিচয়পত্র নিয়ে প্রবেশের চেষ্টা করে বহিরাগতরা। পরবর্তীতে তাদের আটকে দেওয়া হয়।  বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক ও নির্বাচন পরিচালনা সংক্রান্ত নিরাপত্তা কমিটির সদস্য মোহাম্মদ তারেক চৌধুরী বলেন, আমরা কঠোর অবস্থানে আছি। বৈধ কার্ডধারী ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছি না। দুই শতাধিক ভুয়া পরিচয়পত্রধারীকে আটকে দেওয়া হয়েছে।
Read Entire Article