দুই সন্তানকে হত্যার দায়ে বাবার আমৃত্যু কারাদণ্ড

1 hour ago 5
নরসিংদীতে দুই শিশুকে হত্যার দায়ে পাষণ্ড বাবা শফিফুল ইসলামকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (২৬ নভেম্বর) নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শামীমা পারভীন আসামি শফিকুল ইসলামের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।  আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ২৪ মে মনোহরদী উপজেলার নিজ বাড়ি থেকে ডাক্তার দেখানোর কথা বলে দুই মেয়ে তাইন (১১) ও তাইবাকে (৪) নরসিংদী শহরে নিয়ে আসে বাবা শফিকুল ইসলাম। পরে তিনি নরসিংদী শহরের নতুন লঞ্চঘাটের পাবলিক শৌচাগারের ভেতরে দুই মেয়েকে গলাটিপে হত্যা করে পালিয়ে যায়। পরে এলাকাবসী বাথরুমে শিশুদের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  এ ঘটনায় নিহতের মা আফিয়া খাতুন বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করে আদালতে পাঠান। পরে পুলিশ মামলাটির চার্জশিট দাখিল করে এবং আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি আমলে নিয়ে আদালত এ রায় ঘোষণা করেন।  রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক পসিকিউটর অ্যাড. কানিজ ফাতেমা ও অ্যাড. মোহাম্মদ শাহাজাহান । রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক পসিকিউটার অ্যাড. কানিজ ফাতেমা জানান, আসামির ১৬৪ দ্বারা জবানবন্দি এবং আদালতে বিচারকের সামনে আসামি শফিকুল ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দিরর প্রেক্ষিতে আদালত আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন।
Read Entire Article