দুর্গাপূজাকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে : র‍্যাব মহাপরিচালক

1 hour ago 4

দুর্গাপূজাকে কেন্দ্র করে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে বলে জানিয়েছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রংপুর কেন্দ্রীয় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, আমাদের দেশে কিছু অসুস্থ মানসিকতা ও কাপুরুষ মানুষ আছেন, যারা উৎসবের সময় ছোটখাটো ঘটনা ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন। তবে এবারের শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ঝুঁকি বিবেচনায় প্রতিটি মন্দির ও পূজামণ্ডপে নিরাপত্তা জোরদার করা হবে।

র‍্যাব মহাপরিচালক আরও জানান, আগামী ২৮ সেপ্টেম্বর থেকে সারা দেশে আনুষ্ঠানিকভাবে ৩১ হাজার ৫৪৬টি মণ্ডপে পূজা শুরু হবে। এর আগে ২৪ সেপ্টেম্বর থেকেই পূজামণ্ডপের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হবে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরা ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত থাকলে কোনো অসাধু বা নিম্নরুচির মানুষ বিশৃঙ্খলার সুযোগ নিতে পারবে না। 

তিনি জানান, র‍্যাব, পুলিশ, সেনাবাহিনী, বর্ডার গার্ড ও আনসার সদস্যরা প্রতিটি পূজামণ্ডপে কঠোর নজরদারি করবে। পাশাপাশি পূজা উদযাপন কমিটির সবাইকেও সতর্ক থাকতে হবে। প্রতিটি মণ্ডপে নিজস্ব স্বেচ্ছাসেবক কমিটি গঠন করতে হবে, যাতে কেউ কোনো ধরনের অপচেষ্টা চালাতে না পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে যে কোনো গুজব বা অপপ্রচারে কান না দিয়ে আগে প্রশাসনকে অবহিত করার আহ্বান জানিয়ে র‍্যাব মহাপরিচালক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ালে তা যাচাই করে রটনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একইসঙ্গে তিনি উল্লেখ করেন, সীমান্তবর্তী এলাকায় অবস্থিত সাত হাজার পূজামণ্ডপেও সব বাহিনীর সদস্যরা বিশেষভাবে সতর্ক অবস্থায় থাকবে।

Read Entire Article