‘দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে’

1 week ago 18

বাংলাদেশ ইসলামী যুব আন্দোলনের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী বলেছেন, গত ৫৩ বছর যারা ক্ষমতায় এসেছেন, দেশ পরিচালনা করেছেন তাদের প্রত্যেকের নামের পাশে দুর্নীতিবাজ লেখা রয়েছে। দুর্নীতিতে এই দেশ ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। দুর্নীতিবাজদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ ইসলামী যুব আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সম্মেলনে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, সংস্কারের প্রথমে ৫৩ বছরে যে দলগুলো রাষ্ট্রপরিচালনা করেছে তাদের মধ্যে যারা বিদেশে টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে সেই দুর্নীতিবাজদের তালিকা জাতির সামনে প্রকাশ করুন। কোনো দুর্নীতিবাজ বাংলাদেশে রাজনীতি করতে পারবে না। বিগত আমলে স্বাধীনতা বুকে ধারণ করলেও স্বাধীনতা উপভোগ করা যায়নি। আর এজন্যই বারবার স্বৈরাচারের চেহারা দেখেছি। নব্য স্বৈরাচার শেখ হাসিনাই শেষ না, দেশের পরতে পরতে স্বৈরাচার রয়েছে। সেই স্বৈরাচারের তৈরির পদ্ধতি রেখে যদি নির্বাচন হয় তাহলে আবারও স্বৈরাচার তৈরি হবে।

মানসুর আহমেদ সাকী বলেন, একটি দল বলছে নির্বাচনের আগে না, নির্বাচনের পরে সংস্কার হবে। আমরা বলে দিতে চাই, গত ৫৩ বছর আপনারা ক্ষমতায় ছিলেন কী কী সংস্কার করেছেন? আপনারা সংস্কার করতে পারবেন না এটাই প্রমাণিত। আপনাদের দিয়ে সংস্কার হবে এটা মানুষ বিশ্বাস করে না। অতএব আগে সংস্কার, পরে নির্বাচন। আপনারা যারা বড় গলায় কথা বলছেন আপনাদের আমাদের চেনা আছে।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সভাপতি মুহাম্মাদ রবিউল ইসলাম শাহীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী) মুফতি শেখ এহতেশাম বিল্লাহ আজিজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ জেলার সহসভাপতি মুহাম্মাদ রুকন উদ্দিন, সেক্রেটারি মাওলানা নোমান আহমাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহ্বায়ক ইকরাম হোসেন উপস্থিত ছিলেন।

Read Entire Article