দুর্নীতির অভিযোগে দুদকের উপসহকারী পরিচালক জুলফিকার বরখাস্ত

14 hours ago 3

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অব্যাহতির নামে আর্থিক সুবিধা গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে দুদকের প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আরক্যাড রিয়েল এস্টেট কোম্পানির সাবেক চেয়ারম্যানকে মামলার হাত থেকে রক্ষা করার আশ্বাসে বিভিন্ন সময়ে আর্থিক সুবিধা গ্রহণ, কম দামে ফ্ল্যাট কিনে নেওয়ার কথা বলে তা এখনো নিজের নামে রেজিস্ট্রেশন না করা, সেই ফ্ল্যাটে পরিবার-পরিজন নিয়ে ভাড়া ছাড়াই জোরপূর্বক বসবাস এবং ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার গুরুতর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।

জারি হওয়া এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এ বিষয়ে কমিশনের সভা শেষে অভিযোগের গুরুত্ব ও রাষ্ট্রীয় স্বার্থ বিবেচনা করে তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (কর্মচারী) চাকরি বিধিমালা, ২০০৮-এর ৪৩(১) ধারা অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরাকি ভাতা পাবেন।

এসএম/এমআরএম/জিকেএস

Read Entire Article