দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক খুন

2 months ago 5
বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) রাত ১টার দিকে উপজেলার ফটকি ব্রিজ এলাকায় ঘটনাটি ঘটে।  নিহত আনোয়ার নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা হলেও তিনি শাজাহানপুরের মাঝিড়া এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি বেতগাড়ী এলাকার রেনেটা লিমিটেডে মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত ছিলেন। শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ১টার দিকে অফিস শেষে আনোয়ার হোসেন মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ফটকি ব্রিজ এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়। খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওসি শফিকুল ইসলাম জানান, হত্যার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং অপরাধীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে।
Read Entire Article