দুর্ভিক্ষেও থেমে নেই ইসরায়েলের হামলা, আরও ১২ মৃত্যু
গাজায় ইসরায়েলি হামলায় ডজনখানেক মানুষ নিহত হয়েছেন। একইসঙ্গে ভয়াবহ দুর্ভিক্ষে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে। খবর শাফাক নিউজের।
শুক্রবার ফিলিস্তিনি গণমাধ্যম জানায়, খান ইউনুসে বাস্তুচ্যুতদের তাবুতে হামলায় ১২ জন, উত্তর গাজায় ত্রাণের অপেক্ষায় ছয়জন এবং গাজা সিটির উত্তর-পশ্চিমে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু সংখ্যায় বেশি।
দুর্ভিক্ষে প্রাণ হারানোদের মধ্যে আছেন দুই মাস বয়সী শিশু রাসেল আবু মাসউদ। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এখন পর্যন্ত ক্ষুধায় ২৭৩ জন মারা গেছেন, যার মধ্যে ১১২ জন শিশু। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬২ হাজারের বেশি।
ইউএনআরডব্লিউএ প্রধান ফিলিপ লাজারিনি বলেছেন, গাজার দুর্ভিক্ষ মানবসৃষ্ট এবং ইসরায়েলের নকশা করা। তার মতে, দুর্ভিক্ষ থামানো সম্ভব, শুধু রাজনৈতিক সদিচ্ছার প্রয়োজন।
জাতিসংঘ জানিয়েছে, গাজার পাঁচ লাখের বেশি মানুষ ইতিমধ্যেই মারাত্মক দুর্ভিক্ষে ভুগছেন এবং আরও এক মিলিয়নের বেশি মানুষ জরুরি খাদ্যসংকটে রয়েছেন।
ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর অভিযোগ, ইসরায়েল খাদ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। তারা জরুরি ভিত্তিতে নিরাপদ খাদ্য ও ওষুধ সরবরাহের করিডর খোলার দাবি জানিয়েছে।