দূতাবাসে হামলার প্রতিবাদে কল্যাণ ফ্রন্টের বিক্ষোভ সমাবেশ

1 month ago 26

ভারতীয় আগ্রাসন, বাংলাদেশ দূতাবাসে হামলা এবং জাতীয় পতাকা অবমাননার প্রতিবাদে রাজধানীতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা শাখার উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক) থেকে এই পদযাত্রাটি শুরু হয়। এরপর লক্ষ্মীবাজার হয়ে কাঠেরপুল ইসকন নামহট্ট মন্দিরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বাহাদুর শাহ পার্কে পদযাত্রাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রান্তিক জনশক্তি উন্নয়নবিষয়ক সহসম্পাদক এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান অপর্ণা রায় দাস।

তিনি বলেন, জাতীয় পতাকা আমাদের গর্ব ও ঐতিহ্যের প্রতীক। এই পতাকার অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না। ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশ দূতাবাসে হামলা আমাদের জাতীয় সার্বভৌমত্বের প্রতি চরম অপমান। আমরা এর বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ন্যায়সঙ্গত প্রতিবাদ করব।

তিনি আরও বলেন, আমাদের একতার মাধ্যমে এই ধরনের আগ্রাসন ও অপমানের বিরুদ্ধে শক্তিশালী বার্তা দিতে হবে। ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় আমাদের সজাগ থাকতে হবে।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সূত্রাপুর থানা শাখার সভাপতি উত্তম দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রিপন দাসের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ঢাকা মহানগরের সদস্য সচিব সুভাষ চন্দ্র দাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আখতার হোসেন, নাসিমুল গনি, যুবদলের সাবেক কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক জাহিদ হাসান, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার সিমান্ত দাস, সুহৃদ দাস, দেবব্রত দাস প্রমুখ।

পদযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দেশের সকল নাগরিকের ঐক্যবদ্ধ ভূমিকার ওপর জোর দেন।

বিক্ষোভ সমাবেশ ও পদযাত্রায় নারী-পুরুষ, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন; বিশেষ করে তরুণ সমাজের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। আয়োজকদের দাবি এই কর্মসূচি সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার আদায়ে একটি শক্তিশালী বার্তা প্রদান করেছে- যা ভবিষ্যতে এ ধরনের প্রতিবাদ আরও জোরদার করার ক্ষেত্রে সহায়ক হবে।

Read Entire Article