‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য রিমান্ডে

4 hours ago 4

চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকির নির্দেশনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গ্রেপ্তার কনস্টেবল অমি দাশকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এসএম আলাউদ্দিন মাহমুদ এ আদেশ দেন। শুনানিতে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করলেও আদালত তিন দিন মঞ্জুর করেন। শুনানিকালে অমি দাশের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করেন।

পুলিশ সূত্র জানায়, টেলিকম ইউনিটের এ কনস্টেবল প্রেষণে সিএমপির খুলশী থানায় দায়িত্ব পালন করছিলেন। রোববার (১৭ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন তথ্য ফাঁসের অভিযোগে মামলা হয় এবং একই সঙ্গে সাময়িক বরখাস্ত করা হয় তাকে।

১১ আগস্ট রাতে নগরের সল্টগোলা ক্রসিং এলাকার কাছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবু সাঈদ গুরুতর আহত হন। এ ঘটনার পরদিন কমিশনার ওয়াকিটকিতে সিএমপির সব সদস্যকে লাইভ অ্যামুনিশনসহ দায়িত্ব পালনের নির্দেশ দেন।

ওই নির্দেশনায় তিনি বলেন, শুধু রাবার বুলেট যথেষ্ট নয়, ফোর্সের নিরাপত্তার স্বার্থে যে কোনো অস্ত্রধারীর সামনে গুলি চালাতে হবে। তার এ বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে অস্বস্তি তৈরি করে।

পরে তদন্তে জানা গেছে, তথ্য ফাঁসের ঘটনায় কনস্টেবল অমি দাশের সম্পৃক্ততা থাকতে পারে। এ কারণে তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বলেন, কমিশনারের গুরুত্বপূর্ণ বার্তা প্রকাশ হয়ে পড়ায় বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হিসেবে দেখা হচ্ছে। এজন্য মামলার তদন্তে রিমান্ড অপরিহার্য।

Read Entire Article