চট্টগ্রামের অর্থঋণ আদালত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।
সোমবার (১৮ আগস্ট) চট্টগ্রাম অর্থঋণ আদালত-১ এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন। মঙ্গলবার (১৯ আগস্ট) বিষয়টি প্রকাশ্যে আসে।
আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ কালবেলাকে বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া প্রায় ১৫০ কোটি টাকার ঋণ পরিশোধ না করায় সুদ-আসলে দায় দাঁড়িয়েছে ২৬০ কোটি ৭৭ লাখ টাকা। ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, ঋণের বিপরীতে যে বন্ধকি সম্পত্তি রাখা হয়েছিল, তা নিলামে বিক্রি করার চেষ্টা করেও অর্থ উদ্ধার সম্ভব হয়নি। পরবর্তীতে ব্যাংক আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করে।
প্রসঙ্গত, দীর্ঘ প্রায় আট বছর কারাবন্দি থাকার পর গত বছর ২০ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। ২০১৬ সালে ইসরায়েলের লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসার পর সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে তিনি গ্রেপ্তার হয়েছিলেন।
সেই বছরের ২৬ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকার গুলশান থানায় তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। মামলায় অভিযোগ আনা হয়, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্টের সঙ্গে যোগসাজশ করে সরকার পতনের ষড়যন্ত্র করেছিলেন আসলাম চৌধুরী।