দেশি-বিদেশি পর্যটকে মুখর পানাম সিটি

2 months ago 24

ঈদের ছুটিতে মুখরিত হয়ে উঠেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বিনোদন কেন্দ্রগুলো। এরমধ্যে পানাম সিটিতে সবচেয়ে বেশি ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটকরা। কারুশিল্প ফাউন্ডেশনেও (জাদুঘর) ঘুরে দেখছেন অনেকে।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন বয়সী দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে জাদুঘর ও পানাম সিটি প্রাঙ্গণ। প্রিয়জন কিংবা স্বজনদের নিয়ে নির্মল প্রকৃতির সঙ্গে কিছুটা সময় আনন্দে কাটাচ্ছেন দূর দূরান্ত থেকে আসা এসব মানুষ। তবে তুলনামূলক তরুণ-তরুণীর সংখ্যাই বেশি।

এদিকে দর্শনার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে বাড়তি আনসার ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

দেশি-বিদেশি পর্যটকে মুখর পানাম সিটি

ঢাকা থেকে ঘুরতে যাওয়া লাকি আক্তার বলেন, ঈদুল আজহা উপলক্ষে অফিস থেকে লম্বা ছুটি পেয়েছি। এবার দূরে কোথাও যাওয়া হয়নি। সোনারগাঁয়ের মনোরম পরিবেশ সম্পর্কে আমরা লোকমুখে শুনে এখানে এসেছি। ঘুরছি ভালোই লাগছে।

শনির আখড়া থেকে যাওয়া শিউলি আক্তার বলেন, প্রতি ঈদে সন্তান নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে থাকি। তবে এবার আমার প্রবাসী স্বামী ঈদ উপলক্ষে বাড়ি এসেছেন। তাই তিনিসহ পুরো পরিবার সোনারগাঁয়ে ঘুরতে এলাম। আমি মনে করি পুরো বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের ধারক এই সোনারগাঁ।

দেশি-বিদেশি পর্যটকে মুখর পানাম সিটি

দর্শনার্থীদের সমাগমের বিষয়ে জানতে চাইলে পানামা সিটি ও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সহকারী কাস্টডিয়ান মো. সিয়াম চৌধুরী জাগো নিউজকে বলেন, ঈদের ছুটিতে আশানুরূপ দর্শনার্থীদের সমাগম হয়েছে। দেশি-বিদেশি পর্যটকসহ হাজারো দর্শনার্থী সোনারগাঁয়ের আদিরূপ উপভোগ করতে পানামা সিটিতে ভিড় জমিয়েছেন। পর্যটকদের নিরাপত্তার জন্য এখানে পর্যাপ্ত আনসার ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা নিয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা রহমান জানান, পর্যটকদের পদচারণায় মুখরিত সোনারগাঁ জাদুঘর ও পানামা সিটিসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলো। পর্যটকদের নিরাপত্তা দিতে কর্তৃপক্ষের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি পুলিশ, আনসার ও ট্যুরিস্ট পুলিশের মাধ্যমে নিরাপত্তা দেওয়া হয়েছে।

মো. আকাশ/জেডএইচ/এমএস

Read Entire Article