সান্তা ক্লজের ব্যাগ ভর্তি উপহার আর ঝলমলে সাজে সাজানো ক্রিসমাস ট্রি তো রয়েছেই ক্রিসমাসের সব আয়োজনে। এর পাশাপাশি একেক দেশে একেক রীতিও রয়েছে। কোথাও এসব প্রথা বেশ ব্যতিক্রমী, কোথাও আবার বেশ মজারও। ক্রিসমাসে বিশ্বের বিভিন্ন দেশে ঐতিহ্যবাহী সব খাবার পরিবেশনের রীতি রয়েছে। জেনে নিন কোন দেশের বড়দিন কেমন। বিস্তারিত