দেশে শৃঙ্খলা ফেরাতে দ্রুত নির্বাচন দিন : উবায়দুল্লাহ ফারুক

2 months ago 39

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেছেন, সংস্কারের নামে নির্বাচন পেছানো জাতির জন্য মঙ্গলজনক হবে না। সংস্কারের নামে নির্বাচন না করার ষড়যন্ত্র থেকে সরে আসুন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিন। 

তিনি বলেন, দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করুন। নির্বাচিত প্রতিনিধিরা দেশ পরিচালনা করবেন। আজ দেশে অরাজকতার মূল কারণ নির্বাচিত সরকার অনুপস্থিত। তাই দয়া করে সংস্কারের নামে নির্বাচন না করার ষড়যন্ত্র থেকে সরে আসুন। দেশে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে দ্রুত নির্বাচন দিন।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মোটর শোভাযাত্রা শেষে নগরীর বন্দরবাজারের কোর্ট পয়েন্টে সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উবায়দুল্লাহ ফারুক বলেন, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামে একমাত্র জমিয়তের পূর্বপুরুষরায় আজাদী সংগ্রামে লড়াই করেছেন। এই গৌরবোজ্জ্বল ইতিহাস আর কারো নেই। তাই বাংলাদেশেও শান্তি স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে হলে দ্বীনদার ব্যক্তির নেতৃত্বের বিকল্প নেই।

তিনি বলেন, জমিয়ত ১০৬ বছর ধরে এই উপমহাদেশের রাজনৈতিক অঙ্গনে তার সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশের আজকের এই সংকট উত্তরণের একমাত্র উপায় হক্কানী ওলামায়ে কেরামের নেতৃত্ব দ্বীনদার মানুষের নেতৃত্ব।

সিলেট মহানগর সভাপতি মাওলানা মোখলেসুর রহমান রাজাগঞ্জীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী পরিচালনায় উপস্থিত ছিলেন জেলা উত্তরের সভাপতি মাওলানা আতাউর রহমান কোম্পানীগঞ্জী, কেন্দ্রীয় জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা খলিলুর রহমান, মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি মাওলানা খয়রুল হোসেন, কেন্দ্রীয় জমিয়তের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, মহানগর সিনিয়র সহসভাপতি মাওলানা নিজাম উদ্দিন, প্রিন্সিপাল মাহমুদুল হাসান মাওলানা সিরাজুল ইসলাম, দক্ষিণ জেলা সহসভাপতি জমিয়তের কেন্দ্রীয় নেতা মাওলানা নজরুল ইসলাম, দক্ষিণ সাংগঠনিক সম্পাদক মাওলানা আমিনুদ্দিন, উত্তর জেলার সিনিয়র সহসভাপতি নুর আহমদ কাসেমী, সাধারণ সম্পাদক মাওলানা এবাদুর রহমান কাসেমী, জালালাবাদ ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ, সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া, দক্ষিণ জেলা ছাত্র জমিয়ত সভাপতি কাউসার আহমদ, ছাত্র জমিয়ত মহানগর সভাপতি হাফিজ জামিল আহমদ, সাধারণ সম্পাদক আবু হানিফা সাদ, উত্তর জেলা ছাত্র জমিয়তের সভাপতি জাকির হোসাইন, আবু তালহা তোফায়েলসহ দলীয় নেতাকর্মীরা।

Read Entire Article