দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে হ্যা বলবো না: শফিকুর রহমান

3 months ago 30

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছুতে আমরা হ্যা বলবো না। মানবিক করিডোর নো, বন্দর নো, দেশের স্বার্থ যেখানে বিঘ্নিত হবে সেখানেই নো।

রোববার (২৫ এপ্রিল) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ার দক্ষিণ বাজারে চা শ্রমিকদের নিয়ে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

করিডোরের বিষয়ে তিনি বলেন, যদি এটা করতে হয় তাহলে নির্বাচিত সরকারের মাধ্যমে সংসদে বসে করতে হবে। আর এখন এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে করতে হবে।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টা নির্বাচনের বিষয়ে বলেছেন, এমন একটি নির্বাচন হবে, যেটা ইতিহাস সৃষ্টি করবে। মানুষ হাসি মুখে ভোট দেবে। কেউ বলবে না তার ভোট আরেকজন দিয়ে দিয়েছে।

মতবিনিময় সভায় জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগর আমির মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার জেলা আমির ইঞ্জিনিয়ার এম সাহেদ আলী, সেক্রেটারি ইয়ামির আলীসহ বিভিন্ন স্তরের নেতারা উপস্থিত ছিলেন।

ওমর ফারুক নাঈম/এএইচ/জিকেএস

Read Entire Article