দেড় লাখ ইয়াবা ফেলে পালালো পাচারকারীরা

2 months ago 13

মিয়ানমার থেকে বাংলাদেশে মাদক পাচারের সময় পালংখালি সীমান্ত থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (১৪ জুন) সন্ধ্যার দিকে উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধীন বালুখালী ও পালংখালী বিওপির নিয়মিত টহল দল বালুখালী বিওপি থেকে আনুমানিক ১.৫ কিলোমিটার দক্ষিণ দিকে ও পালংখালী বিওপি থেকে আনুমানিক ২ কিলোমিটার উত্তর পূর্ব দিকে এবং বিআরএম-১৯ থেকে আনুমানিক ২ কিলোমিটার দক্ষিণ পূর্ব কোণে বাংলাদেশের অভ্যন্তরে আঞ্জুমান খালপাড় এলাকায় টহল দিচ্ছিল। আনুমানিক রাত ৮টার দিকে মিয়ানমার থেকে ২-৩ জন ব্যক্তি বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে উভয় বিওপির টহল দল।

এসময় তাদের উভয়ই পাচারকারীদের ধাওয়া করে, একজন পাচারকারী স্থানীয় অস্ত্র নিয়ে মিয়ানমারের দিকে পালিয়ে যায় এবং অন্য দুজন মাদক ভর্তি ব্যাগ নিয়ে ধানক্ষেতের মধ্য দিয়ে দুই দিকে পালিয়ে যায়। পরে বালুখালীর বিজিবি টহল দল একজনকে ধাওয়া করে এবং পালংখালীর টহল দল অন্যজনকে ধাওয়া করে। কিন্তু এসময় একজন পাচারকারীকেও আটক করতে পারেনি।

পরবর্তীতে বালুখালী ও পালংখালী বিওপির ২টি যৌথ টহল দল উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ২টি নীল রঙের ব্যাগ উদ্ধার করতে সক্ষম হয়। ওই ২টি ব্যাগের ১৪টি প্যাকেট থেকে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক চোরাকারবারিকে শনাক্ত করে আইনের আওতায় আনতে ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

এ ব্যাপারে টেকনাফ মডেল থানায় সাধারণ ডায়রি করা হয় এবং উদ্ধার ইয়াবা আলামত হিসেবে উক্ত থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

জাহাঙ্গীর আলম/এফএ/এমএস

Read Entire Article