দোলনায় খেলতে গিয়ে গলায় ফাঁস লেগে শিশুর মৃত্যু

3 months ago 61

রাজধানীর রাজারবাগ বাগদাপারা এলাকার একটি বাসায় দোলনায় খেলার সময় গলায় ফাঁস লেগে মোছা. মরিয়ম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মরিয়ম রাজারবাগ আইডিয়াল স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ছিল।

রোববার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ আশরাফুল্লাহ্ জানান, খবর পেয়ে সন্ধ্যার দিকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ট্রলি থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, বাসার বাথরুমে ভেন্টিলেটর ও কাপড় রাখার হ্যাঙ্গারের সঙ্গে ওড়না দিয়ে দোলনা বানিয়ে খেলা করছিলো মরিয়ম। এ সময়ে দোলনার একপাশ খুলে গিয়ে মরিয়মের গলায় প্যাচ লেগে যায়।

কাজী আল-আমিন/এসআইটি/এমএস

Read Entire Article