রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) তিন দিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীর দ্বিতীয় দিনেও নানা বিশ্ববিদ্যালয় থেকে আসা শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে শেকৃবি ছাত্র-শিক্ষক কেন্দ্র।
‘লাইফ থ্রু দ্য লেনস২’ শীর্ষক এই প্রদর্শনীতে দেশের বিভিন্ন জেলা থেকে আগত তরুণ ও প্রতিভাবান আলোকচিত্রীদের ক্যামেরাবন্দি মুহূর্ত, গল্প ও সৃজনশীল কাজ স্থান পেয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে বৃহস্পতিবার (২৬ জুন) থেকে শুরু হওয়া এই জাতীয় প্রদর্শনী চলবে শনিবার (২৮ জুন) পর্যন্ত। প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে তিন হাজার ৮০৪টি ছবি জমা পড়ে। সেখান থেকে নির্বাচিত শতাধিক সেরা আলোকচিত্র এবং পাঁচটি ফটোস্টোরি প্রদর্শনীতে স্থান পায়। প্রতিযোগিতায় রয়েছে সিঙ্গেল ফটো (উন্মুক্ত বিষয়বস্তুর ছবি), ফটো স্টোরি (গল্পভিত্তিক ছবি), কৃষি ও প্রকৃতি এবং জুলাই কর্নার প্রদর্শনী।
এ বিষয়ে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সভাপতি মো. সাজ্জাদ কবীর বলেন, এবারের জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী অনলাইন এবং অফলাইনে ব্যাপক সাড়া ফেলেছে। ফলে বহু তরুণ শিক্ষার্থী এবং ফটোগ্রাফাররা চিনছেন এবং আমাদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে জানছেন।
জাতীয়ভাবে আয়োজিত এই প্রদর্শনীর সফলতা কামনা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ। এসময় তিনি পুরো প্রদর্শনী ঘুরে ঘুরে দেখেন।
প্রদর্শনীটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত এবং বিনামূল্যে প্রবেশযোগ্য। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চালু থাকবে।
সাইদ আহম্মদ/এসআর