দ্রুত নির্বাচন না হলে মানুষ বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে : মুরাদ

5 hours ago 8

ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, জনগণ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর অপেক্ষায় আছে। এই অধিকার প্রয়োগ করতে অন্তর্বর্তী সরকার দ্রুত জাতীয় নির্বাচন না দিলে মানুষ আবার বিক্ষুব্ধ হয়ে উঠতে পারে। 

শনিবার (১৫ মার্চ) বিকেলে ঢাকার ধামরাইয়ের রৌয়াইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ আবুল হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে এক ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই জনগণ আওয়ামী লীগের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। এখনও যদি ভোট দেওয়ার সুযোগ না পায়, তাহলে জনগণ ভোটাধিকারের জন্য আবার আন্দোলন করতে পারে। 

তিনি বলেন, ভোট দেওয়া আমার অধিকার। ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। মানুষ একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য অধীর অপেক্ষা করছে। সরকারকে মানুষের এই অনুভূতি বুঝতে হবে। 

মুরাদ বলেন, আমরা সকলে একসঙ্গে দেশ গড়ার কাজে ঐক্যবদ্ধ হতে চাই । আমরা সবাই যদি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত থাকতে পারি, কোনো ষড়যন্ত্র কাজে আসবে না। কোনো ষড়যন্ত্রকারী বাংলাদেশ এবং দেশের মানুষের কোনো ক্ষতি করতে পারবে না।

ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটি বাংলাদেশ রেখে যেতে চাই এমন মন্তব্য করে তিনি বলেন, মানবিক বাংলাদেশ গড়তে একজন নাগরিক হিসেবে আমাদের অনেক দায়িত্ব ও কর্তব্য রয়েছে। প্রত্যেকটি নাগরিক হিসেবে আমরা যার যার অবস্থান থেকে যদি দায়িত্ব পালন করতে পারি, তাহলেই আমরা একটি সুন্দর সমাজ গড়তে পারব। 

রৌয়াইল ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন- স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা হাজী লোকমান দেওয়ান, ওয়াসিম মোল্লা, মোহাম্মদ ইব্রাহিম, ইবাদুল হক জাহিদ, ইসমাইল হোসেন সুমন, সুজন আলী, শাহজাহান হোসেন শিপু, মুরাদ বিশ্বাস ও রাশিজুল ইসলাম রবিন প্রমুখ।

Read Entire Article