দ্রুত রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে : টুকু

11 hours ago 5

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘পতিত শেখ হাসিনার দোসরদের হাতে লুটপাটের হাজার হাজার কোটি টাকা রয়েছে। সেই অর্থ দিয়ে তারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে। তাই অন্তর্বর্তী সরকারকে দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে জনগণকে নির্বাচনমুখী করতে হবে। এতে দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। মানুষ স্বস্তি পাবে’।

মঙ্গলবার (২৫ মার্চ) সিরাজগঞ্জ পৌর কনভেনশন হলে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, জুলাই ২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পর এখন কেউ বলছে বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা কিংবা গণঅভ্যুত্থান। এর আগে দেশে গণঅভ্যুত্থান অনেক হয়েছে, কিন্ত ছাত্ররা দেশের মালিক হয় যায়নি। তাদের অবদান জাতি চিরদিন মনে রাখবে। দেশ পরিচালনার দায়িত্ব নির্বাচিত রাজনৈতিক দলের নেতাদের হাতে ছেড়ে দিতে হবে।

টুকু আরও বলেন, একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা পর এখন অনেকেই দ্বিতীয় স্বাধীনতার কথা বলে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করে অরাজকতা করছে। এতে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে। যা কোনো দেশপ্রেমিক মানুষের কাম্য হতে পারে না।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মহা-সংস্কারক, তিনি বহুদলীয় গণতন্ত্র ফিরে দিয়েছিলেন, গার্মেন্টস শিল্প গড়ে তুলেছিলেন, মিশ্র অর্থনীতি, শিক্ষা, টেলিভিশনে নতুনকুড়ি অনুষ্ঠানসহ সকল ক্ষেত্রেই যুগোপযোগী সংস্কার করেছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা কর্মসূচি দিয়েছেন। সেই আলোকেই আগামী দিনে সব সংস্কার করা হবে।

ড্যাব সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. এম এ লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক  ডা. আতিকুল আলমের  সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও রাজশাহী বিভাগীয় সাংগঠনিক কমিটির আহবায়ক অধ্যাপক  ডা. শাহ  শাহজাহান আলী।  

বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক  সাইদুর রহমান বাচ্চু ও ড্যাব কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. এরফান আহমেদ সোহেল। আরও বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. নুরুল আমীন। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা.আকিকুন নাহার ও শহিদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. আনোয়ার হোসেন।

Read Entire Article