দ্রুতগতিতে গাড়ি চালানোয় পরিবহনমন্ত্রীকে জরিমানা!

1 hour ago 2

মহাসড়কে দ্রুতগতিতে গাড়ি চালাচ্ছেন এমন একটি ভিডিও সামাজিকমাধ্যমে পোস্ট করেছিলেন তুরস্কের পরিবহনমন্ত্রী। এর পরই জরিমানার মুখে পড়েছেন তুরস্কের পরিবহনমন্ত্রী।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ খবর জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (২৪ আগস্ট) পরিবহনমন্ত্রী আবদুল কাদির উরালোগলু রাজধানী আংকারার কাছে একটি মহাসড়কে গাড়ি চালানোর ভিডিও এক্সে পোস্ট করেন। ভিডিওটিতে তাকে লোকগান ও প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তৃতার অংশ শুনতে দেখা যায়।

তবে ভিডিওর বিভিন্ন দৃশ্যে অনিচ্ছাকৃতভাবে গাড়ির স্পিডোমিটারে দেখা যায়। ওই সড়কে সর্বোচ্চ গতিসীমা ছিল ১৪০ কিমি কিন্তু তার গাড়ি ঘণ্টায় ১৯০ থেকে ২২৫ কিলোমিটার গতিতে ছুটছিল।

কয়েক ঘণ্টা পর তিনি আবারও ভিডিওটি পোস্ট করে বলেন, সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করায় জরিমানা গুনেছেন তিনি।

তিনি সেখানে লিখেছেন, আংকারা-নিজদে মহাসড়ক পরিদর্শনের জন্য গাড়ি চালাচ্ছিলাম ও অনিচ্ছাকৃতভাবে কিছু সময়ের জন্য গতিসীমা অতিক্রম করি। ভিডিও পোস্ট করে আসলে নিজেকেই ফাঁসিয়ে ফেলেছি।

তিনি জরিমানার নোটিশের একটি কপিও প্রকাশ করেন। যেখানে দেখা যায় ঘণ্টায় ২২৫ কিলোমিটার গতিতে গাড়ি চালানোয় তাকে ৯ হাজার ২৬৭ তুর্কি লিরা (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা) জরিমানা করা হয়েছে।

তিনি আরও লিখেছেন, এখন থেকে সতর্ক থাকব। গতিসীমা মেনে চলা সবার জন্যই বাধ্যতামূলক।

Read Entire Article