ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

19 hours ago 7

মাদারীপুরে শিশু ধর্ষণের দায়ে জাহিদুল মাতুব্বর নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৫ অক্টোবর) মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও সিনিয়র জেলা ও দায়রা জজ শরীফ কেএম রেজা জাকের এ রায় দেন। 

দণ্ডপ্রাপ্ত আসামি জাহিদুল মাতুব্বর (২৬) ডাসার থানার মধ্য ধুলগ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ আগস্ট আসামি জাহিদুল ১১ বছরের শিশুকন্যাকে একা পেয়ে ধর্ষণ করে। ওই ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ডাসার থানায় ধর্ষণের মামলা করেন। থানার উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম শেখ তদন্ত করে আসামির বিরুদ্ধে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি আদালতে চার্জশিট দাখিল করে। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) শরীফ মো. সাইফুল কবীর বলেন, বিচারক দণ্ডপ্রাপ্ত আসামিকে যাবজ্জীবন দিয়েছেন। একই সঙ্গে আসামিকে ৫ লাখ টাকা জরিমানা, অনাদায়ে স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করে তা আদায় নিশ্চিত করতে জেলা প্রশাসককে আদেশ দিয়েছেন।

Read Entire Article