ধর্ষণের প্রতিবাদ ও বিচার দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল

6 hours ago 15
মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণ এবং দেশের বিভিন্ন স্থানে ঘটা ধর্ষণের প্রতিবাদে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। এ ছাড়া তারা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করেন।  রোববার (৯ মার্চ) মাগরিবের নামাজের পর যবিপ্রবির শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করে শিক্ষার্থীরা। পরে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীরা। মিছিল শেষে শিক্ষার্থীরা বলেন, আমরা মনে করি ধর্ষণ বৃদ্ধির প্রধান কারণ বিচার বিভাগ ও প্রশাসন বিভাগের নিস্ক্রীয়তা। এসব বিভাগকে দ্রুত উন্নত করা হোক। মাগুরায় শিশু আছিয়াকে নির্যাতনকারীদের ২৪ ঘণ্টার মধ্যে ফাঁসি কার্যকর করতে হবে। শিক্ষার্থীরা আরও বলেন, আইন বিভাগ, স্বরাষ্ট্র বিভাগ, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা—তারা বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। আমরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের রক্তের বিনিময়ে আপনাদেরকে বসিয়েছি, সচিবালয়ে এসির ঠান্ডা বাতাসে বসে থাকার জন্য বসাইনি। বারবার আইনের ফাঁক দিয়ে এমন অপরাধীরা কেন রক্ষা পেয়ে যায়? এর জবাব আপনাদের দিতে হবে। সর্বশেষ বলতে চাই, মাগুরাসহ সারা দেশে যে ধর্ষণ হয়েছে, অপরাধীদের শনাক্ত করে সবার সামনে পাথর মেরে হত্যা করা হোক, যাতে কেউ আর এমন জঘন্য কাজ করতে না পারে। ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. আমজাদ হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের মতো ঘৃণ্য ও নিন্দনীয় অপরাধ ঘটছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এসব ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।
Read Entire Article