মাগুরায় পাশবিক নির্যাতনের শিকার শিশুকে ‘বোন’ সম্বোধন করে ছাত্রদলের নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ‘যারা আমাদের বোনকে ধর্ষণ করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে থাকবো।’
সোমবার (১০ মার্চ) হাইকোর্ট গেটের সামনের সড়কে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে মানববন্ধনে নেতারা একথা বলেন।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, দিনের পর দিন নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কিন্তু, সরকারের পক্ষ থেকে আমরা গতানুগতিক ধারার বক্তব্য শুনতে পাচ্ছি। সরকারের সদিচ্ছার অভাব আমরা স্পষ্টভাবে লক্ষ্য করছি৷
- আরও পড়ুন
- প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে: রিজভী
- নারীর ওপর সহিংসতার প্রতিবাদে সারাদেশে ছাত্রদলের মানববন্ধন
তিনি বলেন, এরইমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাই-বোনরা ধর্ষণের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছে। তারা ক্লাস বর্জন করেছে। ছাত্রদলের পক্ষ থেকে আমরা তাদেরকে সর্বাত্মক সমর্থন জানাচ্ছি। আমাদের বোনের ধর্ষকদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্রদল রাজপথে থাকবে। অতি দ্রুত বিচার নিশ্চিত করতে হবে।
ছাত্রদল সভাপতি আরও বলেন, বিগত ১৫ বছরের সমাজব্যবস্থা যে পরিমাণে ধ্বংস হয়েছে, আমরা সেটির পরিবর্তন চাই। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে যদি আগামীতে কোনো সরকার গঠিত হয়, তাহলে সেই সরকার নারী নির্যাতন বন্ধ করবে।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যতদিন রয়েছেন, দয়া করে আজ থেকে আপনারা আরও বেশি সচেষ্ট হন। প্রতিটি ধর্ষণ, নিপীড়নের ঘটনার বিচার দ্রুত সময়ের মধ্যে সুনিশ্চিত করেন। এছাড়াও অবশ্যই আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে হবে।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, অন্তর্বর্তী সরকারকে আমাদের মনে হচ্ছে পৃথিবীর সবচেয়ে দুর্বল সরকার। এ সরকারকে এ দেশের সব মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন-শৃঙ্খলার পরিস্থিতির উন্নতি করতে পারেনি। আপনারা দেখেছেন মাগুরাতে আট বছরের শিশুকে কীভাবে ধর্ষণ করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশে গত ১৫ বছরে যে বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠেছে সেজন্য গত সাত বা আট মাস ধরে নারীর প্রতি যে সহিংসতা যে নির্যাতন সেগুলো কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
মানববন্ধনে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা অংশ নেন।
কেএইচ/এসএইচএস/এএসএম