ধানমন্ডিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাইভেটকার চালকের মৃত্যু

2 months ago 53

রাজধানীর ধানমন্ডি থানাধীন এলাকার একটি বাসায় গাড়ি ধোয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রফিজ ইসলাম (২৫) নামের এক প্রাইভেটকার চালক মারা গেছেন।

শুক্রবার (১৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির সহকর্মী আল আমিন জানান, সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি এলাকার একটি বাসার নিচে গাড়ি ধোয়ার জন্য পানির লাইনের সুইচ দেওয়া সময় বিদ্যুৎপৃষ্ট হন রফিজ ইসলাম। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রফিজ ইসলাম ভোলার চরফ্যাশন উপজেলার হাসানগঞ্জ এলাকার আমির হোসেনের সন্তান।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস

Read Entire Article