ধানমন্ডিতে মিছিল, কেন্দ্রীয় ছাত্রলীগের সোহানসহ ৩ জন কারাগারে 

1 month ago 7

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে সরকারবিরোধী মিছিলের অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহানসহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

বাকি দুজন হলেন- ঢাবি একুশে হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল গণি কৌশিক ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি এরশাদুর রহমান রিফাত।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর আসামিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও বিভাগের উপপরিদর্শক গোলাম সারোয়ার। এ আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। 

এর আগে গত সোমবার রাত ৯টা ১০ মিনিটের দিকে রাজধানীর কলাবাগান থানাধীন হাতিরপুল পুকুরপাড় থেকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে মামলা সূত্রে জানা যায়, গত ১৮ মে বিকেল ৪টার দিকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ নেতাকর্মী শেরেবাংলা নগর থানাধীন ধানমন্ডি বয়েজ স্কুলের সামনে থেকে শুক্রাবাদ বাসস্ট্যান্ডের দিকে অবৈধ মিছিল করে। আসামিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মকাণ্ড গতিশীল ও সন্ত্রাসী কার্যক্রমে উৎসাহিত করার উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনূসের পদত্যাগ দাবি করে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে শেরে বাংলা নগর থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে পুলিশ।

Read Entire Article