ধূমপানমুক্ত তথ্য সম্পর্কিত বিলবোর্ড বসছে কমলাপুর-বিমানবন্দরে

3 months ago 47

জনগণের মধ্যে সচেতনতা বাড়াতে ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ধুমপানমুক্ত তথ্য সম্পর্কিত বড় আকারের বিলবোর্ড বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সম্প্রতি রেলপথ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (অডিট ও আইসিটি) মীর আলমগীর হোসেন স্বাক্ষরিত এক অফিস চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের ব্যবস্থাপনায় বাংলাদেশ রেলওয়ের ঢাকা এবং বিমান বন্দর স্টেশনের দৃশ্যমান স্থানে ধূমপানমুক্ত তথ্য সম্পর্কিত বড় বিলবোর্ড স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত স্টেশনগুলোতে ধূমপানমুক্ত তথ্য সম্পর্কিত বড় বিলবোর্ড স্থাপনে স্বাস্থ্য সেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলকে জায়গা সুনির্দিষ্টকরণসহ সার্বিক সহায়তা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনার অনুরোধ করা হয়েছে। চিঠিটি বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

এনএস/এমআরএম/জেআইএম

Read Entire Article