রাত পোহালেই অনুষ্ঠিত হবে বহুল কাঙ্ক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্পাস নির্ধারিত আটটি কেন্দ্রে এই ভোটগ্রহণ চলবে।
দেশের আলোচিত এই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে আজ সোমবার (৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকেই বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয় ঢাবি প্রশাসন। তবে, নিষেধাজ্ঞা জারির পরপরই রাত পৌনে ১১টার দিকে ঢাবি শিক্ষার্থীর নকল আইডি কার্ড তৈরি করে টিএসসি এলাকা থেকে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন দুই তরুণ। এসময় বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম ও পুলিশ ওই দুজনকে আটক করে।
আটক একজনের নাম আমিনুর রহমান। তাৎক্ষণিকভাবে অপরজনের নাম জানা যায় নি। জিজ্ঞাসাবাদে আটকরা বলেন, তারা নীলক্ষেত থেকে এই আইডি কার্ডগুলো তৈরি করেছেন।
এদিকে রাত ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক সাংবাদিকদের বলেন, ভুয়া আইডি কার্ড ঠেকাতে নীলক্ষেতে অভিযান চলমান।
এর আগে সন্ধ্যায় ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে জাল আইডি কার্ড বানানোর বিষয়ে ডিএমপি কমিশনার সাংবাদিকদের বলেন, আমরা তথ্য পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থাগ্রহণ চলমান।