নকশিকাঁথা তৈরি নিয়ে ৫ দিনব্যাপী কর্মশালা শুরু
বাংলাদেশের গ্রামীণ ঐতিহ্য লোকশিল্পের অন্যতম মাধ্যম নকশিকাঁথা। শত বছরের পুরোনো এ ঐতিহ্য টিকিয়ে রাখতে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে প্রশিক্ষণ বিভাগের ব্যবস্থাপনায় শুরু হয়েছে ৫ দিনব্যাপী নকশিকাঁথা তৈরির কর্মশালা।
রোববার (৮ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে উপজীব্য করে জাতীয় চিত্রশালার ৬নং গ্যালারিতে উদ্বোধন করা হয়েছে ‘জুলাই ২০২৪’ শীর্ষক নকশিকাঁথা তৈরি কর্মশালা। কর্মশালার উদ্বোধক হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এএফএম নুরুর রহমান।
অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মোস্তফা জামান, চারুকলা বিভাগের উপপরিচালক প্রদ্যোত কুমার দাস, অর্থ, হিসাব ও পরিকল্পনা উপবিভাগের উপপরিচালক সরকার জিয়া উদ্দিন আহাম্মদ, প্রশিক্ষণ বিভাগের কোর্স কো-অর্ডিনেটর বেগম কামরুন নাহার।
জুলাই বিপ্লবকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী আন্দোলনে ঢাকাসহ সারা দেশে বিভিন্ন স্থানে, দেয়ালে প্রতিবাদের ভাষা হিসেবে যেসব গ্রাফিতি, দেয়ালচিত্র, দেয়াললিখন, ক্যালিগ্রাফি অঙ্কিত হয়েছিল তা শুধু সহজাত ভাবনা থেকে উৎসারিত। সময়ের পরিক্রমায় এসব শিল্পকর্ম যাতে হারিয়ে না যায় তা সংরক্ষণের লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির ভিন্নধর্মী এ আয়োজন, দেশের প্রাচীনতম সূচিশিল্প ‘নকশিকাঁথা’য় গ্রাফিতির চিত্র তৈরির কর্মশালা ও প্রদর্শনী উদ্যোগ।
কর্মশালা চলবে ১২ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত, প্রতিদিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। এতে প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশের প্রখ্যাত নকশিকাঁথা সূচিশিল্পী বেগম হোসনে আরা এবং সহকারী প্রশিক্ষক হিসেবে থাকবেন বেগম আসমা। কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হবে।