জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক যেন নতুন এক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাচ্ছেন। পাওয়ার হিটিংয়ের গোপন রহস্য খুঁজে দিতে এসেছেন জুলিয়ান উড। দুই-এক দিনের সংস্পর্শেই খেলোয়াড়দের মনোজগতে তৈরি করেছেন ভিন্ন এক উদ্দীপনা। জাকের বলছিলেন, উড নাকি বড় কোনো টেকনিক পালটাতে আসেননি, বরং প্রতিটি ব্যাটারের ভেতরে থাকা নিজস্ব স্টাইলে খুঁজে নিতে চাইছেন ছক্কার শক্তি। কারও সুইং বেসবল ধাঁচের, কারও গলফের মতো-তাদের... বিস্তারিত