নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন বিভিন্ন দলের নেতারা

5 hours ago 3

‘জাতীয় নাগরিক পার্টি’ নাম নিয়ে আত্মপ্রকাশ হতে যাচ্ছে তরুণদের নতুন রাজনৈতিক দল। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তরুণ ছাত্রদের উদ্যোগে আত্মপ্রকাশ করবে দলটি। সেখানে নিজেদের রাজনৈতিক বন্দোবস্ত ও নতুন বাংলাদেশ গড়ার শপথ নেবে।

নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল, নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নিয়েছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিট পর্যন্ত বেশ কয়েকজন রাজনৈতিক নেতা মানিক মিয়া অ্যাভিনিউতে আত্মপ্রকাশ অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আহমেদ আলী কাসেমী, বিকল্পধারার নেতা মেজর (অব.) আব্দুল মান্নান, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমেদ, লেবার পার্টির একাংশের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি জসিম উদ্দিন, বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আহমেদ আবদুল কাদের।

এ ছাড়া অনুষ্ঠানে কূটনীতিকদের মধ্যে পাকিস্তানের হাইকমিশনারের পক্ষে একজন কাউন্সিলর অংশ নিয়েছেন বলে মঞ্চ থেকে জানানো হয়।

আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটি নামে আরেকটি সংগঠন গড়ে ওঠে। এখন সেই দুই সংগঠনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। তরুণদের নতুন এ দলের নামের ইংরেজি রূপ হবে ‘ন্যাশনাল সিটিজেনস পার্টি’ (এনসিপি)।

নতুন এ দলের আহ্বায়কের দায়িত্ব নিতে গত মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেন মো. নাহিদ ইসলাম। দলটির সদস্য সচিবের পদ পাচ্ছেন আখতার হোসেন। তিনি জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। আজ তারা তাদের দায়িত্ব বুঝে নেবেন।

জানা গেছে, নতুন দলে নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিন জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আব্দুল্লাহ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদ যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাত দপ্তর সম্পাদক হিসেবে থাকছেন।

দলটির সূত্রে জানা গেছে, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিবের দায়িত্ব একজন নারীকে রাখা হতে পারে। সেই বিবেচনায় এ পদ আসতে পারেন তাসনিম জারা, নাহিদা সারওয়ার নিভা, মনিরা শারমিন ও নুসরাত তাবাসসুমের মধ্য থেকে কেউ। তাদের মধ্যে তাসনিম জারা ও মনিরা জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক ও নাহিদা সারওয়ার কেন্দ্রীয় সদস্য। আর নুসরাত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নির্বাহী কমিটির সদস্য।

Read Entire Article